২২ দিনেই শেষ ‘মুখোশ’

পরিচালক ইফতেখার শুভ’র পরিচালনায় ২৯ মে অভিনেত্রী পরীমনি ও রোশনের রোমান্টিক দৃশ্য ধারণের মধ্য দিয়ে ‘মুখোশ’ সিনেমাটির শুটিং শেষ হলো। মাত্র ২২ দিনে এই সিনেমাটির কাজ সম্পন্ন করলেন তরুণ পরিচালক শুভ।

চার মাস আগে সাভারে সিনেমাটির কাজ শুরু হয়। এর পর সিলেট, টাঙ্গাইল, বিএফডিসি, বইমেলা ও পদ্মার চরসহ বেশ কয়েকটি লোকেশন ঘুরে দৃশ্য ধারণের পর সাভারে এসেই বাকি কাজটুকু শেষ হলো।

পরিচালক ইফতেখার শুভ এনটিভিকে জানিয়েছেন, ‘করোনার কারণে পরিস্থিতি খারাপ হলেও সবার সহায়তায় ২২ দিনে ছবিটির শুটিং সম্পন্ন করলাম। ঝড়ের ভেতর দৃশ্য ধারণ টেনশনের ছিল। মনে হচ্ছিল, এই বুঝি বৃষ্টি আসবে।’

সিনেমা মুক্তির বিষয়ে নির্মাতা জানান, পরিস্থিতি ঠিক থাকলে আগামী নভেম্বরে সিনেমাটি মুক্তি দেয়া হবে।

পরীমনি ও রোশন ছাড়াও ‘মুখোশ’ সিনেমায় অভিনয় করেছেন অভিনেতা মোশারফ করিম, আজাদ আবুল কালাম, ইরেশ যাকের, প্রাণ রায় প্রমুখ।

 

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন