২০ বছর পর পর্দায় একসঙ্গে সাইফ-হৃতিক

বেশ কিছুদিন যাবত বলিউডে গুঞ্জন শোনা যাচ্ছে পর্দায় একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা সাইফ আলি খান এবং হৃতিক রোশনকে। তবে এ নিয়ে কোনো সুস্পষ্ট তথ্য জানা যায়নি। এবার হয়তো এই গুঞ্জন সত্যি হতে চলছে!

তামিল ছবি ‘বিক্রম বেদা’ নামক সিনেমার অফিশিয়াল হিন্দি রিমেকে অভিনয় করতে যাচ্ছেন সুপারস্টার হৃতিক রোশন ও সাইফ আলি খান।

বলিউডের সমালোচক তারান আদর্শের করা টুইট এমনটাই আভাস দিচ্ছে। সিনেমা প্রসঙ্গে ফিল্মবিটের খবর, সিনেমাটির হিন্দি রিমেক তৈরির দায়িত্ব পেয়েছেন ‘বিক্রম বেদা’র মূল পরিচালক জুটি পুষ্কর-গায়িত্রী। সিনেমাটি মুক্তি পাবে ২০২২ সালের সেপ্টেম্বরে।

এই সিনেমা দিয়ে দীর্ঘ ২০ বছর আবারো একই সিনেমায় দেখা মিলবে হৃতিক ও সাইফের। সবশেষে তাদের দেখা গিয়েছিল ‘না তুম জানো না হাম’ সিনেমাতে। তবে বক্স অফিসে তেমন সাফল্য আনতে পারেনি সিনেমাটি।

২০১৭ সালে মুক্তি পাওয়া ‘বিক্রম বেদা’ পুরোদস্তুর থ্রিলার সিনেমা। লোকগাথা ‘বেতাল পঞ্চবিংশতি’র অনুপ্রেরণায় নির্মিত এই সিনেমায় পুলিশ ইনসপেক্টর বিক্রমের জীবনের একমাত্র মিশন হলো গ্যাংস্টার বেদাকে হত্যা করা।

অন্যদিকে, বর্তমানে হৃতিকের হাতে আছে বিগ বাজেটের অ্যাকশন সিনেমা ‘ফাইটার’। অপরদিকে, সাইফের মুক্তির অপেক্ষায় আছে ‘ভূত পুলিশ’, ‘আদিপুরুষ’ সিনেমা।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন