১৯শে মার্চ মুক্তি পেতে যাচ্ছে ‘মুম্বাই সাগা’

১৯শে মার্চ মুক্তি পেতে যাচ্ছে জন আব্রাহাম ও ইমরান হাশমি অভিনীত ‘মুম্বাই সাগা’। ছবিটি পরিচালক সন্জয় গুপ্ত।
গত বছর অর্থাৎ ২০২০ এর শুরুতে ছবিটির কাজ শুরু হয়। লকডাউন পরিস্থিতির কারণে ছবিটি মুক্তি পাওয়ার বিষয়ে আমাজন এর সাথে কথা বলেছিলেন প্রযোজক ও ছবির পরিচালক। তবে জন আব্রাহাম দাবি জানিয়েছিলেন ছবিটি সিনেমা হলে রিলিজ দেওয়া হোক।

অভিনেতা জন আব্রাহাম এর আগে বলিউড গণমাধ্যমের জানিয়েছিলেন বর্তমানে কোনো ছবিই তেমন ব্যবসা করবে না। যেমনটা করোনা পরিস্থিতির আগে হলে অবশ্যই করতো। ওটিটিতে মুক্তি প্রাপ্ত ৯০% ছবিই খারাপ ফলাফল হয়েছে।


সেই সাথে তিনি আরও বলেন আমি বলছিনা আমার ছবিটি খারাপ তবে ভয় তো থাকেই।
জন আব্রাহাম শুধু এই ছবিটির একজন অভিনেতা নন সেসাথে একজন প্রযোজক হিসেবেও আছেন। তাই তিনি একজন প্রযোজক হিসেবেও ভেবে যাচ্ছেন।
করোনা পরিস্থিতির কারণে শিল্প সমাজ যেনো থমকে গেছে। বিনোদনের ভরসা যেনো নেট মাধ্যম। সেসাথে পাইরেসির ঝুঁকি তো আছেই।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন