চয়নিকা চৌধুরী পরিচালিত ‘বিশ্বসুন্দরী’ সিনেমা গত বছর করোনা পরিস্থিতির মধ্যেই ১১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকায় টানা ১৬ সপ্তাহ সিনেমাটি প্রদর্শিত হয়। এই সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন অভিনেতা সিয়াম আহমেদ ও পরীমনি।
এবার এবছর ঈদে সিনেমাটি দেশের ১৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। জাজ মাল্টিমিডিয়ার সূত্রে জানা গেছে, সিনেমার মালিকরা বেশ আগ্রহের সঙ্গে ঈদে প্রর্দশনের জন্য ‘বিশ্বসুন্দরী’ সিনেমাটি বেছে নিয়েছেন।
সিনেমাটি মুক্তি পাওয়ার পর থেকেই আলোচনায় আছে। এই সিনেমার সবচেয়ে আলোচিত গান, ‘রাতের সব তারা আছে দিনের গভীরে, বুকের মাঝে মন যেখানে, রাখব তোকে সেখানে, তুই কি আমার হবি রে’ গানটি প্রকাশের পর থেকেই বেশ প্রশংসা কুড়িয়েছে।
এই ছবিতে সিয়াম ও পরীমনি ছাড়াও অভিনয় করেছেন আলমগীর, চম্পা, ফজলুর রহমান বাবু,
মনিরা মিঠু, আনন্দ খালেদ প্রমুখ।