১০০ কোটি পারিশ্রমিক নেন প্রভাস

পরিচালক সিদ্ধার্থ আনন্দের গত বছর ঘোষণাকৃত হলিউড সিনেমার “রাম্বোর” হিন্দি রিমেক নির্মিত হতে যাচ্ছে। সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দক্ষিণী সুপারস্টার প্রভাসকে। তবে এই সিনেমায় অভিনয় করার কথা ছিল অভিনেতা টাইগার শ্রফের। টাইগার শ্রফ যথেষ্ট সময় না দিতে পারার কারণে তাকে বাদ দিয়ে প্রভাসের কথা ভাবছেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ।

এছাড়াও এ পরিচালক টাইগার শ্রফের সাথে সম্প্রতি অন্য একটি প্রজেক্ট করবেন। তাই জানা গেছে, পরিচালক চান না একই হিরোর সাথে দুটি প্রজেক্ট করতে। তাই তার এই সিনেমার জন প্রভাসের কথাই ভাবছেন। অপরদিকে, প্রভাসের হাতেও রয়েছে বেশ কয়েকটি সিনেমা “রাধে শ্যাম”, “আদিপুরুষ ” এবং পরিচালক নাগ আশ্বিনের আরও একটি ছবি যেখানে প্রভাসের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী দীপকা পাডুকোনকে।

দক্ষিণী এই সুপারস্টার বর্তমানে বলিউডেও তার জায়গায় করে নিয়েছেন। ইন্ডাস্ট্রির অন্দরমহলের খবর, বর্তমানে তিনি ছবি প্রতি ১০০ কোটি টাকা পারিশ্রমিক হিসেবে নিয়ে থাকেন। ‘বাহুবালি’, ‘বাহুবালি-টু’ তার অভিনীত সবচেয়ে জনপ্রিয় ছবি।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন