বাংলা চলচ্চিত্রের ‘ঢাকা অ্যাটাক’খ্যাত নির্মাতা দীপংকর দীপন কম্পিউটার প্রোগামিং প্রতিযোগিতা হ্যাকাথনের গল্প নিয়ে ‘অন্তর্জাল’ শিরোনামে একটি চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করছে মোশন পিপল স্টুডিও লিমিটেড ও স্পেলবাউন্ড লিও বার্নেট।
চলচ্চিত্র সম্পর্কে নির্মাতা অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টফোরকে বলেন, ‘হ্যাকাথনকে ঘিরে এই সিনেমার গল্প। অনেকেই ভাবছেন, এটা হ্যাকারদের গল্প, বিষয়টি তা নয়। প্রোগ্রামিং প্রতিযোগিতায় সারাদেশ থেকে প্রোগ্রামাররা আসেন, ক্যাম্প করে একসঙ্গে দুই-তিন দিন থাকেন।’
গল্প সম্পর্কে দীপন বলেন, হ্যাকাথন থেকে উঠে আসা এক দল তরুণ একটি বড় ধরনের সমস্যায় জড়িয়ে পড়ে। তা থেকে বেরিয়ে আসার গল্পই পাওয়া যাবে এই সিনেমায়।
ছবিটি পরিচালনার পাশাপাশি চিত্রনাট্যও লিখেছেন দীপন। সংলাপ লিখেছেন মো. সাইফুল্লাহ রিয়াদ।
সিনেমায় অভিনয়শিল্পী হিসেবে সিয়াম আহমেদ ও সুনেরাহ বিনতে কামালের নাম জানা গেছে। কিন্তু সুনেরাহ বা সিয়াম আদৌও এই সিনেমায় অভিনয় করছেন কিনা এ বিষয় পরিচালক বলেছেন ‘এখনও চূড়ান্ত করা হয়নি।’
বাংলাদেশসহ মুম্বাই ও তুরস্কে সিনেমাটির দৃশ্যধারণ করা হবে।