হেরে গিয়েও বাড়ি বাড়ি আসবেন যশ!

এবারের বিধানসভার ভোটে বিজেপির প্রার্থী হয়ে প্রথমবার নির্বাচনে দাঁড়িয়েছিলেন টলিউড অভিনেতা যশ দাশগুপ্ত। নির্বাচনের প্রচারণার সময় যশকে বলতে শোনা গিয়েছিল ‘হেরে গেলেও আমি আপনাদের বাড়ি বাড়ি পৌঁছে যাব’। হেরে তো তিনি ঠিকই গেছেন, তবে তার এই বলা কথার এখন সামাজিক যোগাযোগমাধ্যমে মিমের ছড়াছড়ি।

এখন সবার একই প্রশ্ন হেরে তো তিনি গেছেন এখন বাড়ি বাড়ি কি করে পৌঁছোবেন যশ ? সেই প্রশ্নের উত্তরও দিয়েছেন তারা নিজেই। তাদের মতে এবার ঝড় হয়ে পৌছে যাবেন যশ। সম্প্রতি টাউটের পর এবার নতুন আরেকটি ঘূর্ণিঝড়ের আগমন হবে এমমটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বার্তা। আর এবারের ঝড়টির নাম যশ। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে মিমের ছড়াছড়ি।

মিম শেয়ার করে কেউ কেউ লিখেছেন, ‘বিষয়টি অরাজনৈতিক ‘। আবার কেউবা লিখেছেন, ‘কথা রাখল, তাই বলে এভাবে।’ এর আগে অভিনেতা যশকে ‘সজনেডাঁটা’ নামেও ট্রল করেছিলেন অনেকই।

 

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন