নির্বাচনের ফলাফলে রাজ্য শাসনে আবারও ফিরলেন ‘দিদি’। পিছিয়ে পরেছে গেরুয়া শিবির। হেরে গেছে বামদল। চারিদিকে মিছিল চলছে বিজয়ীদের। অপরদিকে শাসকদলের সমর্থকদের প্রতি কটাক্ষ করলেন বাম সমর্থনকারী অভিনেত্রী শ্রীলেখা মিত্র।
অভিনেত্রী শ্রীলেখা মিত্র ফেসবুক মাধ্যমে লেখেন, ‘সবার স্বাস্থ্যসাথি কার্ড আছে তো? বিজয় মিছিলে সবুজ আবির নিয়ে খেলার পরে দরকার পড়বে। না হলে বলবেন “রেড ভলান্টিয়ারসদের”। পলিটিকাল মানচিত্রে আপাতত না থাকলেও কমিউনিটি হেল্প পাবেন।’ অভিনেত্রী প্রতিজ্ঞা করে জানিয়েছেন, রেড ভলান্টিয়াররা পল্টিবাজদের দলে নেই।
কার্ড না থাকলে রেড ভলান্টিয়ারসদের সাথে যোগাযোগ করতে বললেন বামদল সমর্থনকারী অভিনেত্রী শ্রীলেখা মিত্র। দল হারলেও তিনি বাম শিবিরের পাশেই থাকবেন এমনটাও জানিয়েছেন। অভিনেত্রী আরও বলেন অন্যদের মতো তিনি পল্টিবাজদের দলে নেই।