হৃতিক রোশন গত সোমবার ৪৮-এ পা দিয়েছেন। সহকর্মী তো বটেই, অনুরাগীরাও শুভেচ্ছার সুনামি ঘটিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে এবছর নিজের জন্মদিনে পারিবারিকভাবে সাদামাটা উদযাপন করেছেন এই অভিনেতা। করোনার নতুন ভ্যারিয়েন্ট ইতিমধ্যে ভারতে ছড়িয়ে পড়ায় এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
অভিনেতার এই উদ্যোগে মুগ্ধ ভারতের আর এক সেনসেশন জুহি চাওলা। পরিবেশপ্রেমী জুহি হৃতিককে উপহারও দিলেন অভিনব। হৃতিক রোশনের জন্মদিন উপলক্ষে এক হাজার বৃক্ষরোপন করেছেন এই অভিনেত্রী।
হৃতিকের সাথে কাজ করেননি জুহি। তবে বেশ ভাল সম্পর্ক তাদের। হৃতিকের নাচ ও অভিনয়েরও ভক্ত তিনি। এই বিষয়ে জুহি চাওলা তার টুইটে জানালেন, “তোমার জন্য হাজারটা গাছ লাগাবো হৃতিক। তুমি দারুণ অভিনেতা। পর্দায় তোমার অভিনয় সবসময় আমাকে মুগ্ধ করেছে। অভিনয়, নাচ, সুদর্শন চেহারা, মানুষ হিসেবে দায়িত্বশীল, তোমার মধ্যে সব গুণই রয়েছে। ঈশ্বর তোমার মঙ্গল করুন।”
এর আগে ফারহা খানের জন্মদিনে ১০০টি গাছ লাগিয়েছিলেন জুহি। শাহরুখ-পুত্র আরিয়ান খানের জন্মদিনেও ৫০০ বৃক্ষরোপন করেছিলেন এই অভিনেত্রী।