হীরা থেকে কোটি টাকার বাড়ি সানি লিওনের!

অভিনেত্রী সানি লিওন বিবাহিত জীবনের ১০বছর পূর্তি উদযাপন করলেন। এ উপলক্ষ্যে স্বামী ড্যানিয়েল ওয়েবার এর কাছ থেকে আকর্ষনীয় উপহার পান। যা অভিনেত্রীর স্বপ্ন পূরণের একটা দিক ছিল বলে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানিয়েছেন।

গত ৯ই এপ্রিল স্বামীর দেওয়া উপহারের ভিডিওটি শেয়ার করেন সানি। উপহার স্বরূপ পেয়েছেন একটি হীরার নেকলেস। ভিডিওটি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন,’বিবাহবার্ষিকীতে হীরার জন্য ধন্যবাদ প্রিয়। ১০ বছরের বিবাহিত জীবন এবং ১৩ বছরের একসাথে পথচলা। কে ভেবেছিল, এক সুন্দর দিনে আমাদের একসঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত আজ আমাদের এখানে এত দূর নিয়ে আসবে! কী চমৎকার একটা জীবন আমরা ভাগাভাগি করে নিচ্ছি আমাদের ভালবাসা !’

সানি লিওন সম্প্রতি মুম্বাইয়ে এক বিলাসবহুল ফ্ল্যাট ক্রয় করেছেন। সেখানে পাঁচটি বেডরুম, একটি হলরুম সেসাথে বিশাল রান্নাঘর। এ নতুন ঠিকানায় সংসার গোছাতে চলছেন এই দম্পতি। জানা গেছে, ফ্ল্যাটটির ক্রয় মূল্য ১৬কোটি রুপি যা বাংলাদেশ মূল্যে ১৮কোটি ১০লক্ষ টাকা।

বর্তমানে এই অভিনেত্রী এমটিভির রিয়েলিটি শো ‘স্পিল্টসভিলা’র ১৩ তম সিজনে আছেন।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন