হিরো আলমের কণ্ঠে ‘টাইটানিক’-এর গান

গানের একটি দৃশ্যে হিরো আলম ও নুসরাত। ছবি : সংগৃহীত

হিরো আলমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলতেই থাকে। তার কথা ও কন্টেন্ট বরাবরই চায়ের কাপে ঝড় তোলে। সিনেমা, গান, মিউজিক ভিডিও ইত্যাদি নানা মাধ্যমে তার বিচরণ।
এবার ভালবাসা দিবস উপলক্ষে নতুন গান নিয়ে হাজির হলেন তিনি। হলিউডের জনপ্রিয় সিনেমা ‘টাইটানিক’-এর সুপারহিট গান ‘মাই হার্ট উইল গো অন’ গানে কন্ঠ দিয়েছেন এই ‘ইন্টারনেট সেন্সেশন’। গানটির একটি মিউজিক ভিডিও-ও তৈরি করেছেন এবং ইউটিউবে তুলে দিয়েছেন।

‘টাইটানিক লাভ সং’ শিরোনাম এর এই গানের মিউজিক ভিডিও পরিচালনা করেছেন আকাশ নিবিড়। মিউজিক ভিডিওতে হিরো আলমের মডেল হয়েছেন নুসরাত। সঙ্গীতায়োজন করেছেন মোমো রহমান।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন