৭ জুন মুক্তি পেল ‘হাসিন দিলরুবা’র টিজার। ছবির এক ঝলক প্রকাশিত হতেই ভাইরাল পুরো সামাজিক যোগাযোগমাধ্যমে। ৩০ সেকেন্ডের এই টিজারে তাপসীকে রোমান্টিক দৃশ্যেই অভিনয় করতে দেখা যায়।
টিজারটিতে দেখা যাচ্ছে, তাপসী একটি ট্রেন থেকে নামছেন তারপর দেখা যাচ্ছে রহস্য, রোমাঞ্চ দিয়ে ভরপুর কয়েকটি সিন। তবে এতোকিছুর মাঝে যে তিনটি জিনিস সকলের চোখে পড়েছে তা হলো সিনেমাটিকে ঘিরে- কাম, আবেগ এবং প্রতারণা।
৭ জুন ছবির টিজারটি শেয়ার করে তাপসী ইনস্টাগ্রামে লেখেন, ‘প্যায়ার কে তিন রং, খুন কে ছিটেকে সঙ্গ’।
‘হাসিন দিলরুবা’ সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন বলিউডের জনপ্রিয় চিত্রনাট্যকার কণিকা ধীলন। পরিচালনায় আছেন ‘হাসি তো ফাসি’ খ্যাত বিনিল ম্যাথিউ। সিনেমাটি মুক্তি পাবে ২ জুলাই ওটিটি প্লাটফর্ম নেটফ্লিক্সে।