অভিনেতা দীলিপ কুমার মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। হিন্দুস্তান টাইমস এর তথ্য অনুযায়ী, ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতার স্ত্রী বর্ষীয়ান অভিনেত্রী সায়রা বানু জানালেন তার অসুস্থতার খবর। ১৯৯৬ সাল থেকে দীর্ঘ ৫৪ বছর যাবত এক সাথে সংসার জীবন অতিবাহিত করে আসছেন এই জুটি।
বর্তমানে প্রবীণ এই অভিনেতার বয়স ৯৮ বছর। অভিনেতার বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যা দেখা দিয়েছে। তবে স্ত্রী সায়রা বানু সাক্ষাৎকারে উল্লেখ করেননি কি সমস্যায় দীলিপ কুমার হাসপাতালে ভর্তি আছেন। অভিনেত্রী জানিয়েছেন, ‘ও দ্রুত সুস্থ হয়ে উঠেছেন। হয়তো খুব শীঘ্রই হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হবে।’
সারাদেশে করোনা পরিস্থিতি খুবই ভয়াবহ। আর এই করোনাকালীন সময়ে সকলের সুস্থতা কামনা করে সামাজিক যোগাযোগমাধম ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন বর্ষীয়ান অভিনেতা দীলিপ কুমার।
হিন্দি চলচ্চিত্র জগতে ‘ট্যাজেডি কিং’ নামে পরিচিত এই অভিনেতা ১৯২২ সালে ১১ ডিসেম্বর জন্মগ্রহণ করেন।