হামলার শিকার হলেন রাজ

টলিউড পরিচালক এবং ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তীর ওপর হামলা চালানো হয়েছে। তবে রাজ সুস্থই আছেন বলে জানিয়েছেন তাঁর স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

জানা যায়, ২৯ আগস্ট ব্যারাকপুরের হনুমান মন্দির সংক্রান্ত একটি সমস্যার মীমাংসা করতে গিয়ে রাজ চক্রবর্তী এবং তার দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের উপস্থিত সদস্যেরা হামলার শিকার হন। রাজের স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় জানান, হামলার পর রাজ ব্যারাকপুর থেকে ঠিকঠাকই বাড়ি ফিরে এসেছেন।

শুভশ্রী বলেন, “চিন্তা করার কিছু নেই। রাজ ফিরে এসেছে। ওর বিশেষ কিছু হয়নি। ও ঠিক আছে।” একই কথা বলেন রাজের শ্যালিকা অভিনেত্রী দেবশ্রী গঙ্গোপাধ্যায়ও। তাঁর ভাষায়, “খুব বড় কোনও ঘটনা ঘটেনি। আসলে যা ঘটেছে, বিষয়টিকে তার থেকে বড় করে দেখানো হচ্ছে। রাজ ভাল আছে। ওকে নিয়ে চিন্তার কিছু নেই।”

তৃণমূলের অভিযোগ, হামলার ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। একজনের অবস্থা বেশ আশঙ্কাজনক। তবে দুষ্কৃতিকারীদের পরিচয় এখনও জানা যায়নি।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন