জনপ্রিয় উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেতের ফেসবুক পেইজের অনুসারীর সংখ্যা ১০ মিলিয়ন বা ১ কোটি ছাড়িয়েছে।
দেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী ও জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’-এর নির্মাতা ও উপস্থাপক হানিফ সংকেত সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতেও বেশ সক্রিয়। অনলাইন পোর্টাল ঢাকা ট্রিবিউন জানায়, সম্প্রতি তার অফিসিয়াল ফেসবুক পেইজের অনুসারীর সংখ্যা এক কোটির মাইলফলকে পৌঁছানোর পর হানিফ সংকেত ভক্তদের উদ্দেশ্য ফেসবুকে এক বার্তায় দিয়েছেন।
হানিফ সংকেত বলেন, “আমাদের এই দীর্ঘ পথ পরিক্রমায় কোটি হৃদয়েরও বেশি মানুষ দেশ বা বিদেশ, যে যেখান থেকে প্রাণ স্পর্শে-আনন্দ হর্ষে-সৎ আদর্শে-চিন্তার উৎকর্ষে-ভালোবেসে আমাদের এই ফেসবুক পেজে সহযাত্রী হয়েছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আপনাদের ভালোবাসায় আমরা ধন্য। শুভ কামনা সবার জন্য।”
‘যদি কিছু মনে না করেন’ ম্যাগাজিন অনুষ্ঠান দিয়ে বিনোদন অঙ্গনে হানিফ সংকেতের সক্রিয় পদচারণা শুরু হয়। ১৯৮৯ সালে বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারিত ‘ইত্যাদি’ দিয়ে মানুষের মন জয় করেন তিনি। এখনও পর্যন্ত প্রতি মাসে বিটিভিতে সম্প্রচারিত হয় অনুষ্ঠানটি।