গভীর সমুদ্রের গল্প নিয়ে নির্মিত হচ্ছে পরিচালক মেজবাউর রহমান সুমন পরিচালিত নতুন সিনেমা ‘হাওয়া’। আর এই সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন চঞ্চল চৌধুরী। এর আগে সিনেমাটিকে নিয়ে ব্যাপক আলোচনা হলেও, এর কোন দৃশ্য বা কোন লুক এখনো প্রকাশ পায়নি।
১২ জুন রাতে চঞ্চল চৌধুরী নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছেন। পোস্টের শিরোনামে তিনি লিখেছেন, ‘এক চরিত্র থেকে আরেক চরিত্র, তারপর সব ”হাওয়া”।’ সাথে তিনি আরও যুক্ত করেছেন ‘নতুন কিছুর অপেক্ষায়’।
তবে কি তারকা তার আসন্ন সিনেমা ‘হাওয়া’কে ইঙ্গিত করে পোস্টটি শেয়ার করেছেন! কৌশলগত ভাবে নিজের লুকটাও কি প্রচার করলেন!
শেয়ার করা সাদাকালো ছবিতে দেখা যাচ্ছে, কাঁচা পাকা দাঁড়িতে অগোছালো বোতাম খোলা প্রিন্টের শার্ট পরিহিত চঞ্চল চৌধুরী। মুখে তার প্রফুল্লচিত্তের হাসি। তবে হাসির মাঝে স্পষ্ট তার অপরিষ্কার দাঁত। মাথায় টুপি এবং সম্ভবত কাঁধে একটি ব্যাগের ফিতা ঝুলানো রয়েছে।