হাইকোর্টের রায়ে এবার কি জামিন হবে রিয়া চক্রবর্তীর

সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে ষড়যন্ত্রের সূত্র ধরে রিয়া চক্রবর্তীতে আটক করেছিল ভারতীয় পুলিশ। এই ঘটনায় বলিউড পাড়ায় নান ঘটনার উন্মুক্ত হতে থাকে।

জানা যায়, অভিনেত্রী রিয়া এবং তার ভাই মাদক সেবন করতেন। অভিযুক্ত রিয়া চক্রবর্তী ড্রাগ মামলায় বোম্বাই হাইকোর্ট কর্তৃক জামিনের জন্য চ্যালেন্জ করেছেন। এপেক্স কোর্ট এনসিবির আবেদনের শুনানি দেওয়া হবে ১৮ই মার্চ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও মানসিক পদার্থ আইন (এনডিপিএস আইন) এর অধীনে রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে মামলা করা মামলায় বোম্বাই হাইকোর্টের জামিন মন্জুর করার আদেশে চেয়ে চ্যালেন্জ জানিয়ে নারিকোটিস কন্ট্রোল ব্যুরো সুপ্রিম কোর্ট।

সুশান্ত সিং রাজপুত মৃত্যুর তদন্তের প্রক্রিয়ার মাদকের বিষয়টি খোলাসা হয় এই তদন্তের অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি) কর্তৃক গ্রেফতার ২০ জনের মধ্যে রিয়া চক্রবর্তী একজন ছিলেন। তিনি ২৪ দিনে হেফাজতে ছিলেন। মুম্বাইয়ের আদালত জামিন চেয়ে আবেদন করায় তা খারিজ করে দেওয়া হয়। পরবর্তীতে তারা বোম্বে হাইকোর্টে জামিনের জন্য আবেদন করেন।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন