হল মালিক কোয়েন্টিন তারান্টিনো

অস্কার বিজয়ী লেখক পরিচালক কোয়েন্টিন তারান্টিনো মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে দুটি প্রেক্ষাগৃহে কিনেছেন। ৫ জুলাই তারকা ডাক্স শেপার্ড এবং মনিকা প্যাডম্যান আয়োজিত পডকাস্টে কোয়েন্টিন তারান্টিনো এ কথা স্বীকার করেন।

করোনা পরিস্থিতির কারণে বর্তমান তার দুটি প্রেক্ষাগৃহই আপাতত বন্ধ রয়েছে। তবে বছরের শেষ দিকে সিনেমা হল দুটি চালু করার সম্ভাবনা রয়েছে।

হলিউড সংবাদমাধ্যম স্ক্রিন রেন্ট- কে তারান্টিনো বলেন, ‘আমি সর্বশেষ ভিস্তা প্রেক্ষাগৃহটি কিনেছি। চলতি বছরের বড়দিনের আশেপাশের কোনো এক সময়ে হলটি চালু করব বলে আশাবাদ পোষণ করছি। আমার আরও একটি প্রেক্ষাগৃহ দ্য নিউ বেভারির নিজস্ব স্বকীয়তা ইতিমধ্যে তৈরি হয়ে গেছে।
তবে ভিস্তা একটি মুকুটে রত্নের মত। আমরা এখানে পুরানো ছায়াছবিগুলি প্রদর্শন করব। আশা করছি এটি এমন কিছু হবে যা দর্শকেদের রাতের পর রাত এখানে আবদ্ধ করে রাখবে।’

১৯৮৭ সালে ‘মাই বেস্ট ফ্রেন্ডস বার্থডে’ সিনেমা দিয়ে পরিচালনা ও অভিনয় জগতে শুরু হয় তার। তবে ১৯৯১ সালে ‘রিজারভয়ার ডগস’ চলচ্চিত্রের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন কোয়েন্টিন তারান্টিনো।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন