জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম প্রথমবারের মতো কাজ করেছেন ওয়েব প্লাটফর্ম হইচই-তে। তার অভিনীত ‘মহানগর’ শিরোনামের ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন আশফাক নিপুন। আটটি পর্বে নির্মিত এই সিরিজটি।
১১ জুন সন্ধ্যায় মুক্তি পেয়েছে সিরিজটির টিজার। মোশাররফ করিম ছাড়াও এতে অভিনয় করেছেন শ্যামল মাওলা, মম, খায়রুল বাশার, লুৎফর রহমান জর্জসহ আরও অনেকেই। তবে ওয়েব সিরিজটির ট্রেইলার মুক্তি পাবে ১৯ জুন।
প্রকাশিত টিজারটি দেখে প্রাথমিক ধারণা করা যায় ‘মহানগর’ একটি ক্রাইম থ্রিলার ঘরানার ওয়েব সিরিজ। এই সিরিজে মোশাররফ করিমকে দেখা যাবে পুলিশের চরিত্রে, চরিত্রটির নাম হারুন।
টিজারে দেখা গেছে হারুন রূপে মোশাররফ করিম বলছেন, ‘ক্রিমিনাল আর টাকা, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে।’