ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচইইয়ের নতুন একটি ওয়েব সিরিজে কাজ করছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।
এনটিভি অনলাইন জানায়, চট্টগ্রামের ঐতিহ্যবাহী ‘বলীখেলা’ অবলম্বনে কুয়াকাটায় গতকাল ১৫ সেপ্টেম্বর থেকে ‘বলী’ ওয়েব সিরিজটির শুটিং শুরু হয়েছে। শঙ্খ দাশগুপ্তের পরিচালনায় ৮-১০ পর্বের এই ওয়েব সিরিজটি নির্মাণ করছে হইচই। সিরিজটিতে আরও অভিনয় করছেন ইরেশ যাকের, সোহেল মন্ডল, সোহানা সাবা ও সাফা কবির। এছাড়াও এতে জিয়াউল হক পলাশ ও মৌসুমী মৌ অভিনয় করছেন বলে শোনা যাচ্ছে।
হইচই বাংলাদেশের সহকারী ব্যবস্থাপক (বিপণন ও যোগাযোগ) ফয়সাল মাহবুব জানান, মাসব্যাপী শুটিংয়ের পর এই বছরই ‘বলী’ ওয়েব সিরিজটির মুক্তি দেওয়ার পরিকল্পনা করছে প্লাটফর্মটি। তবে পরিচালক শঙ্খ দাশগুপ্তের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও সাড়া পাওয়া যায়নি।
গত বছর ‘তকদীর’ শিরোনামের একটি ওয়েব সিরিজে অভিনয় করে প্রশংসিত হন চঞ্চল চৌধুরী। বর্তমানে একাধিক ওয়েব সিরিজে অভিনয়ের জন্য আলোচনায় আছেন তিনি। সম্প্রতি তিনি ভারতীয় ওটিটি প্লাটফর্ম জি ফাইভের রোমান্টিক-থ্রিলার ‘রূপকথা নয়’ ওয়েব সিরিয়ালে কাজ করছেন।