সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ‘নেটওয়ার্কের বাইরে’ চলচ্চিত্রের চার অভিনেতা-অভিনেত্রী।
সূত্র জানায়, আজ ২৭ আগস্ট ভোর তিনটার দিকে গুলশান এভিনিউয়ে প্রাইভেট কার দুর্ঘটনায় পড়েন ‘নেটওয়ার্কের বাইরে’ চলচ্চিত্রের সরিফুল রাজ, নাজিফা তুশি, খাইরুল বাশার এবং জোনায়েদ বুকতাদি। খাইরুল বাশার নিজেই এই খবর নিশ্চিত করেন। দুর্ঘটনায় তাঁদের পাশাপাশি আহত হয়েছে আরও পাঁচ জন।
অভিনেতা বাশার জানান, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি ইলেকট্রিক পোলে ধাক্কা খেলে এর সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। গাড়ির ব্রেক কাজ না করায় এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করেন তিনি।
তিনি বলেন, “সঙ্গে সঙ্গে আমাদের ইউনাইটেড হাসপাতালের ইমারজেন্সি ওয়ার্ডে ভর্তি করা হয়। সত্যি বলতে, আমি এখনও হতভম্ব হয়ে আছি।“
দুর্ঘটনায় আহত সবাই এখন আশঙ্কামুক্ত। জোনায়েদ ও নাফিস বর্তমানে আইসিইউতেই চিকিৎসা নিচ্ছেন।
সম্প্রতি ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম চরকিতে মুক্তি পাওয়া ‘নেটওয়ার্কের বাইরে’ চলচ্চিত্রে অভিনয় করেছেন এই চার অভিনেতা-অভিনেত্রী। চলচ্চিত্রটি পরিচালনা করেন মিজানুর রহমান আরিয়ান।