স্বামীর জন্যই আজকের আমি কনকচাঁপা

বাংলা সিনেমার গানে কনকচাঁপা একটা আনন্দের নাম। যার গান ছাড়া বাংলা সিনেমা যেনো সম্পুর্ণ নয় বলে অনেকেরই ধারণা। বিনোদনের জগতের প্রিয় চেনা মুখ চেনা স্বর। যার কন্ঠে প্রচার হয়েছে সুপারহিট রোমান্টিক,দেশের গান।

১৯৮৪ সালে তাঁর বিয়ে হয় আর ঠিক তখন থেকেই যেনো তার লড়াই শুরু । একদিকে সংসার অন্যদিকে শিল্পীজীবন। সংসারজীবন আর শিল্পীজীবন এ দুয়ের মধ্যে চলতে লাগলো তার সকল সময় ।

অপরদিকে বাড়ির বউ এবং একসময় মা। সাধারণত আমরা সবসময়ই শুনে আসছি একজন সফল পুরুষের পিছনে একজন নারীর অবদান সব থেকে বেশি। কিন্তু কনকচাঁপার সম্পুর্ণ কৃতিত্বই তার স্বামী সঙ্গীত পরিচালক মইনুল খানের অবদানে। ‘স্বামীর জন্যই আজকের আমি এই কনকচাঁপা ‘। তার জীবনের সবটা তিনি উজার করে দিয়েছেন শিল্পী হিসেবে আমাকে গড়ে তুলতে। দুই সন্তানের মা হয়েও সংসার আর শিল্পীজীবন অটুট বন্ধনে এখনও জড়িয়ে আছেন তিনি।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন