বলিউডের অন্যতম আলোচিত অভিনেত্রী মাধুরি দীক্ষিত একসময় সিনেমা জগতে তার নাচ এবং অভিনয়ের মাধ্যমে জয় করে নিয়েছেন পুরো চলচ্চিত্র জগত। যার রয়েছে অসংখ্য অনুরাগী। এমনকি তার খ্যাতি শুধু ভারতবর্ষে নয় অন্যান্য দেশগুলোতেও ব্যাপক।
বর্তমানে এই অভিনেত্রীকে বড় পর্দায় অভিনয় করতে দেখা যায় না। তবে ফটোশুট এবং টেলিভিশনের ছোট পর্দায় ‘ড্যান্স দিওয়ানা’ শো’র বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন। ছোট বেলা থেকেই এই অভিনেত্রী নাচ করতে খুব ভালোবাসেন।
এ অভিনেত্রীর একমাত্র সন্তান অরিন এর জন্মদিন ছিলো ১৭ই মার্চ । জন্মদিনকে কেন্দ্র করে তিনি তার সন্তানকে শুভেচ্ছা জানালেন সোশ্যাল মিডিয়াতে। সেসাথে সন্তানের দুটি ছবি শেয়ার করে শুভেচ্ছা বার্তা শেয়ার করলেন।
ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে শিরোনামে লিখলেন, ‘আমার সন্তান আজ আনুষ্ঠানিকভাবে প্রাপ্ত বয়স্ক হয়ে উঠলো। শুভ ১৮তম জন্মদিন অরিন। শুধু মনে রাখবে যে স্বাধীনতা আসে দায়িত্ব পালনের জন্য।
আজ থেকে বিশ্বকে উপভোগ করো, শুভ এবং আলোকিত হও। তোমার পথে আসা সমস্ত ভালো সুযোগকে পুরোপুরি উপভোগ করো। আশা করি তোমার যাত্রাটি অবিস্মরণীয় সাহসিক হয়ে উঠবে। ভালোবাসি তোমায়’।
তারকা রিতেশ দেশমুখ থেকে অসংখ্য অনুরাগীও অভিনন্দন জানিয়েছেন অরিনকে।
এতো সুন্দর একটি বার্তা নেটিজনদের হৃদয়কে যেনো নাড়া দিয়ে গেছে।