স্নাতক পাশ করলেন আরিয়ান

শাহরুখ খানের কনিষ্ঠ পুত্র আরিয়ান খান ‘ইউনিভার্সিটি অব সাদার্ন ক্যালিফোর্নিয়া’ থেকে স্নাতক পাশ করেছেন। সম্প্রতি আতিমারির কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে সমাবর্তনের অনুষ্ঠান আয়োজিত হয়েছিল।

বিভিন্ন ফ্যান পেজের মাধ্যমে আরিয়ানের সে ছবি ছড়িয়ে পরেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। একটি বড় পর্দায় দেখা যাচ্ছে আরিয়ানকে। আরিয়ানের হাতে প্রশংসাপত্র। গায়ে তার সমাবর্তনের কালো পোশাক এবং গলায় লাল উত্তরীয়। বড় পর্দায় ভেসে ওঠেছে ‘আরিয়ান শাহরুখ খান’। চলচ্চিত্রের বিষয় নিয়ে পড়াশোনা করেছেন আরিয়ান।

শাহরুখ খান এর আগে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, আরিয়ান সিনেমায় কাজ করতে চান না। ক্যামেরার পিছনে কাজ করতে চান তিনি।
শাহরুখ বলেন, ‘আমার মনে হয় না, সে ভালো অভিনয় করতে পারবে। আরিয়ান দেখতে সুন্দর, লম্বা, চওড়া। কিন্তু তার উৎসাহ অন্য দিকে। সে খুব ভাল করে জানে, অভিনয়ে এলে আমার সঙ্গে তুলনা করা হবে তার।’

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন