নিজের সব গান বিক্রি করলেন জনপ্রিয় ব্রিটিশ কণ্ঠশিল্পী স্টিং। ডাচ-মার্কিন বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিভার্সাল মিউজিক-এর কাছে তার সব গান প্রায় ৩০০ মিলিয়ন ডলারে বিক্রি করেছেন এই গায়ক।
কিছুদিন আগে বব ডিলান নিজের সব গানের স্বত্ব সনি মিউজিককের কাছে বিক্রি করে দিয়েছেন। এর আগে একই কাজ করেন আরেক মার্কিন গায়ক ব্রুস স্প্রিংস্টিন।
এছাড়াও নিজেদের গানের স্বত্ব বিক্রি করেছেন ডেভিড বোওয়ি, নেইল ইয়ং, টিনা টার্নার প্রমুখ।
সংবাদমাধ্যম ডেডলাইন-এর খবর অনুযায়ী, বিক্রি হওয়া গানের মধ্যে স্টিংয়ের একক গানের পাশাপাশি ‘দ্য পুলিশ ব্যান্ড’-এর জন্য তৈরি গানও আছে। সব মিলিয়ে গানের সংখ্যা ৬০০-এরও বেশি।
স্বত্ব কেনার পর এর মধ্যেই স্টিংয়ের গান নতুন করে মুক্তির কাজ শুরু করেছে ইউনিভার্সাল। তাদের সাথে চুক্তি নিয়ে স্টিং বলেন, ‘আমি খুবই আনন্দিত যে ইউনিভার্সাল মিউজিক আমার সব গানের তালিকা তৈরি করেছে।’