প্রয়াত কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের অভিনীত সর্বশেষ বাংলা ওয়েব সিরিজের শুটিং শেষ হল।
২০২০ সালের ১৫ নভেম্বর টলিউড অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় মৃত্যুবরণ করেন। এরপর তার অভিনীত ‘আনন্দ আশ্রম’ ওয়েব সিরিজের নির্মাণকাজ কিছুদিন বন্ধ ছিল। সৌমিত্রকে নিয়ে ভৌতিক এই সিরিজের ৬৫ শতাংশ শুটিং হয়ে গেলেও চিত্রনাট্যে কোনো পরিবর্তন না এনেই সম্প্রতি শুটিং শেষ হয়েছে। এই ওয়েব সিরিজটির পরিচালনায় আছেন নবাগত নির্মাতা অরিজিত চক্রবর্তী।
‘আনন্দ আশ্রম’ ওয়েব সিরিজে প্রথমবারের মতো প্রান্তিক বন্দ্যোপাধ্যায় এবং স্বস্তিকা দত্ত একসঙ্গে কাজ করছেন। প্রান্তিক জানান, ভৌতিক গল্প হলেও এটি ভয়ের নয় – বরং এখানে আবেগের ভূমিকা গুরুত্বপূর্ণ। এই সিরিজের গল্প একটি পুরনো বনেদি বাড়ির দুটি প্রজন্মকে কেন্দ্র করে। ওয়েব সিরিজে স্বস্তিকার প্রথম কাজ ‘আনন্দ আশ্রম’।
সম্প্রতি অতনু ঘোষের পরিচালনায় বাংলাদেশি তারকা জয়া আহসান অভিনীত ‘বিনিসুতোয়’ চলচ্চিত্রে কাজ করেছেন প্রান্তিক। করোনাভাইরাস পরিস্থিতির পর স্বাভাবিক কাজে ফিরতে পেরে তিনি স্বস্তি প্রকাশ করেন। তার মতে, বড় পর্দার বিকল্প অন্য কোনও মাধ্যম হতে পারে না। ‘আনন্দ আশ্রম’ সিরিজটি ছাড়াও প্রান্তিক ‘ছেলেধরা’, ‘হৃৎপিন্ড’ ও ‘সিন্ডিকেট’ চলচ্চিত্রে কাজ করছেন।