সৌন্দর্যকে ছড়িয়ে দিচ্ছেন শ্রদ্ধা কাপূর

অভিনেত্রী শ্রদ্ধা কাপূর নেটিজনদের আলোচনায় শীর্ষে অবস্থান করছেন। কিছুদিন আগে পরিবারকে নিয়ে কাটিয়েছেন মায়ের জন্মদিন।

শ্রদ্ধা কাপূর আজ তার ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন। যেখানে তাকে দেখা যাচ্ছে ঝলমলে রোদে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রোদকে যেনো আদরে উপভোগ করে নিয়েছেন। এই অভিনেত্রীকে প্রায়ই অসাধারণ ছবি শেয়ার করতে দেখা যায়। বেশকিছু দিন আগে তার চাচাতো ভাইয়ের বিয়েতে দেখা গিয়েছিলো স্টাইলিশ মনকাড়া ছবিতে। এই ছাড়াও প্রত্যেকটি ইভেন্টেও তাকে দেখা যায় চমকপ্রদ চেহারায়। সোশ্যাল মিডিয়াতে রয়েছে তার অসংখ্য ভক্ত। তার প্রত্যেকটি ছবি যেনো ঝড়ের বেগে ছড়িয়ে পরে নেট পাড়ায়।

শ্রদ্ধা কাপূর সম্প্রতি যে ছবিটি শেয়ার করেছেন তা নেটিজনদের অত্যন্ত মুগ্ধ করে তোলেছেন। যা ১৩ লক্ষ লাইকে গিয়ে দাঁড়িয়েছে। অসংখ্য মন্তব্যও রয়েছে,মন্তব্য ঘুরে দেখা যাবে কেউ কেউ তো তাকে সরাসরি বিয়ের প্রস্তাব দিচ্ছেন । খুব শ্রীঘ্রই তাকে রণবীর কাপূরের সাথে জুটি বাধতে দেখা যাবে।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন