লাস ভেগাসে বিবাহের দুবছর পূর্তি উদযাপন করলেন সোফি টার্নার ও জো জোনাস। তাদের বিবাহ বার্ষিকী উপলক্ষে সোফি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বেশ কয়েকটি অপ্রকাশিত ছবি শেয়ার করেন। সেখানে গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়াকেও অতিথি হিসেবে দেখা যায়। সোফি টার্নার বিয়ের পুরোনো একাধিক ছবি শেয়ার করেন। সেসব ছবিতেই এক ঝলক দেখা গেছে প্রিয়াঙ্কাকে।
সোফি ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘দয়া করে বাড়িতে থাকুন… আমি শুধুমাত্র বাড়িতে থাকার জন্য অনুরোধ করছি। এটি আপনার নিজের পরিবার, বন্ধুবান্ধব, সম্প্রদায় এবং প্রথম সারির কর্মীদের জন্য করুন। প্রতিটি চিকিৎসক এবং ফ্রন্টলাইন কর্মী একই কথা বলছেন: বাড়িতে থাকুন, আপনার চেনা প্রত্যেককেই যেন ঘরে থাকেন তা নিশ্চিত করুন, মাস্ক পরুন। আপনার আশেপাশের লোকদের সঙ্গে কথা বলুন এবং তাদের এই পরিস্থিতি বুঝতে সাহায্য করুন… আমরা এটিকে হালকাভাবে নিতে পারি না। আপনার পালা আসার সময় ভ্যাকসিন নিন। এটি করা আমাদের চিকিৎসা ব্যবস্থার উপর ভীষণ চাপ কমিয়ে আনতে সহায়তা করবে।’