৯ জুন ৩৬ বসন্তে পা রেখেছিলেন অভিনেত্রী সোনাম কাপুর। আর এই বিশেষ দিনে বিশেষভাবে শুভেচ্ছা জানিয়েছিলেন সোনামের ব্যবসায়ী স্বামী আনন্দ আহুজা। ২০১৮ সালে দুজনের পরিবারের সম্মতিতে বিশাল আয়োজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এ জুটি। আর এই বিশেষ দিনে আনন্দ তার ফোনের ওয়ালপেপারে কি আছে সেটাই সকলের সামনে তুলে ধরলেন।
ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে আনন্দ শিরোনামে লেখেন, ‘আমি জানি তুমি ওয়ালপেপার রাখতে কতোটা ভালবাসো, তবে আমার কাছে তুমিই একমাত্র ওয়ালপেপার! শুভ জন্মদিন আমার চির জীবনের ওয়ালপেপার সোনাম কাপুর ‘।
প্রসঙ্গত, আনন্দ নিজের ফোনের ওয়ালপেপারে তাদের একটি যুগল ছবি সেট করেছেন। আর এই ছবিটাই সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন আহুজা। ছবিতে দেখা যাচ্ছে এই দম্পতি একসাথে বসে আছেন।
অভিনেত্রী সোনাম কাপুরকে সর্বশেষ অভিনয়ে দেখা গেছে ‘দ্য জোয়া ফ্যাক্টর’ ছবিতে। সম্প্রতি ‘ব্লিন্দ’ ছবির জন্য শুটিং করছেন তিনি।