সেরা অভিনেত্রী জয়া আহসান

পুরস্কার গ্রহণ করছেন জয়া। ছবি : সংগৃহীত

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ‘বিনি সুতোয়’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। কলকাতার সিনেমা সাংবাদিকদের সংগঠন ‘ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’ আয়োজিত ‘সিনেমার সমাবর্তন’ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে জয়াকে সম্মানিত করা হয়।

অভিনেত্রীর হাতে পুরস্কার তুলে দেন কলকাতার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
ভালোবাসা দিবসের দিন (১৪ ফেব্রুয়ারি) অভিনেত্রী তার ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এই পুরস্কার প্রাপ্তির খবর জানিয়েছেন।

পুরস্কার প্রাপ্তির সময়ে তোলা বেশ কয়েকটি ছবি ফেসবুকে শেয়ার করে জয়া লিখেছেন, ‘সেরা অভিনেত্রী হিসেবে এই পুরস্কার আমাকে সম্মানিত করেছে। আমাকে এমন একটি পুরস্কারের জন্য নির্বাচন করার জন্য কৃতজ্ঞতা জানাই জুরি বোর্ডকে। ধন্যবাদ অতনু দা এবং সিনেমার পুরো টিমকে, আমার ওপর আস্থা রাখার জন্য। দর্শকদের জন্য ভালোবাসা।’

‘বিনি সুতোয়’ সিনেমাটি পরিচালনা করেছেন অতনু বিশ্বাস। এতে জয়া আহসানের সঙ্গে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী। ছবিটি বাংলাদেশেও মুক্তি দেয়া হয়েছিল।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন