আলোচিত সিনেমা ‘বঙ্গবন্ধু’র বায়োপিকে অভিনয়ের জন্য এই এপ্রিলেই ভারতের মুম্বাইয়ে শুটিং করতে যাওয়ার কথা ছিল চিত্রনায়ক রিয়াজ আহমেদের । সেই উদ্দেশ্যে নিয়ম অনুযায়ী করোনা টেস্ট করিয়েছিলেন তিনি। ধরা পড়ে করোনা পজিটিভ! ফলে তখন আর মুম্বাই যাওয়া হয়নি। তবে এখন অভিনেতা ভাল আছেন। তিনদিন আগে তিনি আবার টেস্ট করেছেন এবং পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। প্রথম আলোকে তিনি এসব তথ্য দিয়েছেন।
এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, ‘তিন দিন আগে করোনার রিপোর্ট হাতে পেয়েছি। এখন আগের মতোই পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছি। তবে খুবই সাবধানে থাকছি। চিকিৎসক বলে দিয়েছেন নিউমোনিয়া বা অন্য কোনো সমস্যা থেকে দূরে থাকতে। সাবধানতা মেনে চলতে হচ্ছে। আপাতত আমার শারীরিক অবস্থা এখন ভালো।’
অভিনেতা আরও জানান, ‘আমার ছোট্ট মেয়েটা আমার জন্য খুবই কষ্ট পেয়েছে। সে সবসময় আমার কাছে থাকে। করোনার জন্য বাবাকে কাছে পাচ্ছিল না। আমার সামনেই দোয়া করছে আমার সুস্থতার জন্য।’ তিনি সবাইকে সাবধানে থাকতে অনুরোধও জানিয়েছেন।