সৃজিতের জীবনের আলো আইরা

গত ৩০ এপ্রিল ছিল মিথিলার মেয়ে আইরার জন্মদিন। ৮ বছর পূর্ণ হল তার। জন্মদিনে আইরার পাশে নেই সৃজিত। ভিডিও কলের মাধ্যমে সাথে না থাকতে পারার অভাবপূরণ করলেন তিনি। মিথিলা মেয়েকে নিয়ে আছেন বাংলাদেশে। আইরার সঙ্গে ভিডিও কলে কথা বলার একটি স্ক্রিনশট ইনস্টাগ্রামে শেয়ার করেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। সঙ্গে আইরাকে নিয়ে লিখেছেন, ‘শুভ জন্মদিন, এই অন্ধকার সময়েও আমার জীবনকে অর্থবহ করে তুলেছে, যার জন্য আমি হাসতে পারছি।’

অন্যদিকে অভিনেত্রী মিথিলা মেয়ের নানান বয়সের ছবি কোলাজ করে ইনস্টাগ্রামে শেয়ার করে লিখেছেন, ‘আমি চিরকাল কৃতজ্ঞ তোকে পেয়ে। আমার মাতৃত্বের ৮ বছর, আমার সন্তানকে জানাই জন্মদিনের শুভেচ্ছা।’ অভিনেত্রী মিথিলার শেয়ার করা ছবিতে শুভেচ্ছা জানিয়েছেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি ও সৃজিত মুখোপাধ্যায় নিজেও।

মিথিলা ও তাহসানের একমাত্র সন্তান আইরা তাহরিম খান।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন