সৃজিতের ‘এক্স=প্রেম’-এর গল্প

কলেজ জীবনের প্রেমের গল্প বলতে পর্দায় আসছে ‘এক্স=প্রেম’। সৃজিত মুখার্জির নতুন সিনেমা এটি। প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন অনিন্দ্য সেনগুপ্ত ও শ্রুতি দাস। ২০২১ সালের জুলাই মাসে কলকাতা ও আশেপাশের অঞ্চলে শুটিং করা হয়েছিল। অনিন্দ্য সেনগুপ্ত ও শ্রুতি দাসের বড় পর্দায় প্রথম কাজ।

সৃজিত মুখার্জির সিনেমায় সুযোগ পেয়ে খুব উচ্ছ্বসিত দুজনই। অনিন্দ্য ও শ্রুতি বলছেন, ‘ প্রথম সিনেমায় অভিনয়ের সুযোগ! তাও সৃজিত মুখার্জির সিনেমায়! এটা আমাদের কাছে বড় ব্যাপার। সৃজিত স্যার আমাদের ওপর বিশ্বাস করেই এতো বড় সুযোগ দিয়েছেন। এই সিনেমা আমাদের কাছে একটা ভালো স্মৃতি হয়ে থাকবে।’

নতুন সিনেমা নিয়ে আশাবাদী পরিচালক সৃজিত মুখার্জি। ভারতীয় সংবাদমাধ্যম এবিপি লাইভ-এ তিনি বলছেন, ‘অনেকদিন ধরেই দর্শকেরা অনুরোধ করেছিলেন আমার পরিচালিত কোনো প্রেমের ছবি দেখার। সেজন্যই ‘এক্স=প্রেম’ নির্মানের সিদ্ধান্ত নিই। কলেজ জীবনের প্রেমের গল্প বলবে এই সিনেমা।’

তিনি আরো জানান, ‘প্রেমের গল্প হলেও এই সিনেমাটি একেবারে অন্য ধারার। আর এতে যারা কাজ করছেন প্রত্যেকেই নতুন এবং গুণী শিল্পী। নতুন শিল্পীদের সাথে কাজ করতে আমার সবসময় একটা আলাদা ভালোলাগা কাজ করে।’
প্রযোজনা সংস্থা এসভিএফ-এর পক্ষ থেকে মুক্তির দিন ঘোষণা করা হয়েছে ইতিমধ্যেই। সিনেমাটি মুক্তি পাচ্ছে এবছরের ১৩ মে।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন