সম্প্রতি অভিনেত্রী সুস্মিতা সেন ইনস্টাগ্রামে লাইভ করেন। তিনি একটি পুরষ্কার সংক্রান্ত বিষয় নিয়ে ভক্তদের মাঝে লাইভে এসে কথোপকথন করেন। হঠাৎ দেখা যায় লাইভের মাঝে প্রেমিক রোমান শল এবং দুই মেয়ে রেনে – আলিশা উপস্থিত।
লাইভের শুরুতেই অভিনেত্রীকে বলতে শোনা যায় তিনি জীবনে একটি বড় পুরষ্কার পেয়েছেন। তিনি বলেন,’আমি আজ এই পুরষ্কার পেয়েছি। যা একটি জাতীয় পুরষ্কার। একে ‘চ্যাম্পিয়ন্স অফ চেন্জ’পুরষ্কার বলে,এটি সমাজকল্যাণ এবং নারী ক্ষমতায়নের জন্য দেওয়া হয়। আমি জানি আমার বাবা সত্যিই সত্যিই গর্বিত হবেন, যেহেতু তিনি বহু বছর ধরে ভারতীয় বিমান বাহিনীর অফিসার হিসাবে আমাদের দেশকে সেবা করেছিলেন।’
অভিনেত্রী আরও বলেন,’আমি আজ আমার গ্রহণযোগ্যতার বিষয়ে বক্তব্যে বলেছি,মেয়ে হিসেবে জন্মগ্রহণ করা ঈশ্বরের কাছ থেকে বড় উপহার, তবে মহিলাদের সেবা করা একটি বড় সুযোগ।’
লাইভ চলাকালীন সময়ে ভক্তদের সঙ্গে প্রেমিক রোমান শল এবং দুই মেয়েকে দেখা করিয়ে দেন। প্রথমে ক্যামেরার সামনে এসে মুখ ঢাকতে শুরু করেন। সুস্মিতা মুখ ঢাকার কারণ প্রকাশ করেন,সকালে দাঁড়ি কামিয়েছেন রোমান শল,সেই সময় নিজের চুলও কেটে ফেলেছেন তিনি।তাই সকলের সামনে আসতে লজ্জা পাচ্ছেন তিনি।