বেশ কিছুদিন আগে অভিনেত্রী তারা সুতারিয়া’র ধরা পরেছিল কোভিড-১৯ । যার ফলে তাকে কাজ থেকে বিরত থাকতে হয়েছিল এবং চিকিৎসার জন্য হোম কোয়ারান্টাইন থাকতে হয়েছিল এই অভিনেত্রীকে।
তারা সুতারিয়া জানালেন তার স্বাস্থ্যের বর্তমান অবস্থা। সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে প্রকাশ করলেন তিনি এখন সম্পুর্ন সুস্থ আছেন এবং তার কোভিড এর ফলাফল নেগেটিভ। তার ভক্তরাও তাকে নিয়ে ছিলেন খুবই চিন্তিত। সবাই তার সুস্থতা কামনা করেছেন।
অভিনেত্রী তারা সুতারিয়া বলিউডে তার জায়গা দখল করে নেওয়ার জন্য করে যাচ্ছেন কঠোর পরিশ্রম। খুব শীঘ্রই তাকে টাইগার শ্রফের সাথে ‘হিরোপান্তি’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। এক ভিলেন রিটার্নস টু সিনেমায় অভিনয় করবেন। এ সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জন আব্রাহাম,দিশা পাটানি এবং অর্জুন কাপূর।