১৪ জুন ২০২০ সালে নিজ বাড়িতে সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তারকার প্রথম মৃত্যুবার্ষিকীতে সকাল থেকেই আবেগে ভাসছেন সুশান্তের অনুরাগী থেকে শুরু করে তার সহকর্মীরা। তবে অনেকের দাবি এটা আত্মহত্যা নয়, তাকে খুন করা হয়েছে। অভিনেতার মৃত্যুকে ঘিরে উঠে এসেছিল একাধিক প্রশ্ন। সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক সুশান্তের মৃত্যুর তদন্ত আজও সিবিআই-এর হেফাজতে। তদন্তে অনেকের নামের সাথে উঠে আসে অভিনেত্রী রিয়া চক্রবর্তীর নাম। প্রয়াত তারকার প্রাক্তন তথা বলিউডের এই অভিনেত্রী রিয়া মাদক কান্ডে জেল হেফাজতেও ছিলেন। শুধু তাই নয় সুশান্তের মৃত্যুর পিছনে রিয়ার ভূমিকা রয়েছে এমনটাও দাবি করেছেন সুশান্তের ভক্ত ও পরিবার।
এবার সুশান্তের প্রথম মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করে ইনস্টাগ্রামে শোকবার্তা লিখেছেন রিয়া। সঙ্গে সুশান্তের সাথে নিজের একটি ছবিও শেয়ার করেন তিনি। পোস্ট লেখেন, ‘কথায় বলে সময় নাকি সবকিছু ভুলিয়ে দেয়। কিন্তু তুমিই যে আমার ‘সময়’ এবং ‘সবকিছু’ দুইই ছিলে। আমার কেন জানি খুব মনে হয় মেঘের ওপর থেকে তোমার প্রিয় টেলিস্কোপ দিয়ে আমার ওপর নজর রাখছো তুমি। আমাকে সব বিপদের থেকে আগলে রাখছো।’
এখানেই থেমে থাকেননি রিয়া, তিনি আরও যুক্ত করেন, ‘আমি প্রতিদিন অপেক্ষা করি ফের একবার তোমার দেখা পাওয়ার জন্য। কারণ আমার বিশ্বাস তুমি আমার আশে পাশেই রয়েছো সব সময়। কিন্তু যখন বুঝি তা আর হবে না, অদ্ভুত এক কষ্ট হয় আমার। তারপরও আমার কানে আজও বাজে আমাকে একসময় বলা তোমার কিছু কথা, যা আজও প্রতিমুহূর্তে শক্তি জোগায় আমাকে।’