সুবিধাবঞ্চিত শিশুদের ক্রীড়াসামগ্রী দিচ্ছেন পায়েল

অলিম্পিকের মৌসুমে সুবিধাবঞ্চিত শিশুদের খেলার সামগ্রী দিচ্ছেন বলিউড অভিনেত্রী পায়েল ঘোষ। একটি এনজিও সংস্থার মাধ্যমে এক বছরের জন্য এসব সামগ্রী শিশুদের কাছে পৌঁছে দেবেন তিনি।

পায়েল বলেন, “খেলাধূলা আমাদের অনুপ্রাণিত করে। নিজের পছন্দের খেলায় প্রত্যেক শিশুরই অংশ নিতে পারা উচিত। আর আমাদের উচিত আমাদের শিশুদের উৎসাহ আর এসব সুবিধার মাধ্যমে সেই সক্ষমতা দেওয়া। আর যখন এমনটা হবে, তখন আমরা শুধু খেলোয়াড়প্রেমী নয়, ক্রীড়াপ্রেমী জাতি হয়ে ওঠার পথে অনেকদূর এগিয়ে যেতে পারবো। পদক পেতে বা বিজয়ী হতে নয়, বরং খেলাধূলা থেকে পাওয়া শিক্ষার জন্য আমাদের খেলা প্রয়োজন। প্রত্যেক শিশুর এ অধিকার আছে।“

আর তাঁর এই পদক্ষেপে প্রেরণা জুগিয়েছে ২০২১ টোকিও অলিম্পিকে ভারতীয় অ্যাথলেটদের অবদান। তিনি বলেন, “লভলিনা বরগোহাইন, মিরাবাই চানু, পি ভি সিন্ধু, ম্যারি কম বা আমাদের ভারতীয় জাতীয় দল, তাঁরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন জাতির জন্য গৌরব বয়ে আনতে।“

শিশুদের খেলাধূলায় ভূমিকা রাখতে পেরে আনন্দিত ব্যক্তিগতভাবে ক্রীড়াপ্রেমী এ অভিনেত্রী।

“সবচেয়ে সেরা রিয়েলিটি শো হলো খেলাধূলা। পৃথিবী কাঁপিয়ে দেওয়ার ক্ষমতা আছে এর। আমাদের নারী ও পুরুষ খেলোয়াড়েরা তা ধারণ করে। এই পরিবর্তনটাই আমাদের আনতে হবে, আর সব শিশুকে একেবারে ছোটবেলা থেকেই খেলাধূলা করতে দিতে হবে। এর সাথে যুক্ত হওয়ার জন্য আমার তর সইছে না, আর আগ্রহভরে অপেক্ষা করছি এই পরিবর্তনের অংশ হওয়ার।“

এমন আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ বিনোদন