সুন্দর হতে গিয়ে হারালেন সৌন্দর্য!

আজকের দিনে রূপচর্চা কোনো বিলাসিতা নয়। নিজেকে সুন্দর করতে এবং সুন্দর হতে ছেলে-মেয়ে নির্বিশেষে সকলেই নানা উপায় অবলম্বন করে থাকেন। ঘরোয়া টোটকা তো রয়েছেই। তবে গ্ল্যামার দুনিয়ার তারকারা অনেক সময় ড্রামাটোলজিস্টের শরণাপন্ন হন নিজেদের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলার জন্য। তবে এই রূপচর্চাই বিপদ ডেকে আনল তামিল অভিনেত্রী রাজিয়া উইলসনের।

সোশ্যাল মিডিয়ায় রাজিয়া দাবি করেছেন তাকে বাধ্য করা হয়েছিল ট্রিটমেন্ট নেওয়ার জন্য, যার কোনো প্রয়োজন ছিল না তার।

ইনস্টাগ্রামে স্টোরিতে রাজিয়া উইলসন লেখেন,’গতকাল আমি ডা. ভৈরবী সেন্থিলের কাছে একটা সাধারণ ফেসিয়্যাল ট্রিটমেন্টের জন্য গিয়েছিলাম। উনি জোড় করে আমায় এমন একটা পদ্ধতি নিতে বাধ্য করলেন যার কোনো প্রয়োজন আমার ছিল না,এর জেরে এই অবস্থা।’ অভিনেত্রী আরো জানান, এমনকি সেই চিকিৎসক এখন তাকে এড়িয়ে যাচ্ছেন।
অপর একটি স্টোরিতে রাজিয়া উইলসন দাবি করেন, তার অনুরাগীদের মধ্য থেকে অনেকেই তাকে ইনবক্স করে জানিয়েছেন এই চিকিৎসকের দ্বারা তারাও প্রতারিত হয়েছেন।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন