সুনিধির কণ্ঠ নাকি ছেলেদের মতো!

প্রত্যেক মানুষের জীবনে সফলতার পিছনে থাকে অনেকগুলো ব্যর্থতার গল্প। তেমনি গায়িকা সুনিধি চৌহানের জীবনেও রয়েছে তেমনি কিছু গল্প। দুজন বিশিষ্ট সংগীত পরিচালকের কাছ থেকে নানা বাজে মন্তব্য শুনতে হয়েছিল এই ঈর্ষনীয় জনপ্রিয় গায়িকাকে।

এক সাক্ষাৎকারে সুনিধি জানিয়েছেন, এক পরিচালক এক সময় তাকে বলেছিলেন, তার কণ্ঠ পুরুষদের মতো। যদিও পরবর্তিতে তারা একসঙ্গে কাজও করেছিলেন।

বলিউড বাবলকে দেওয়া সাক্ষাৎকারে সুনিধি জানিয়েছেন, ‘সেই সময়টা আমার ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ ছিল। আমি এমন কোনো কথা শুনতে চাইতাম না।’ তখন তাকে নাকি বলা হয়েছিল, “তোমার নিজের ব্যাগপত্র গুছিয়ে বাড়ি চলে যাওয়া উচিত কারণ ‘লাগ যা গালে’ গানটা তুমি অরজিনাল কি-তে গাইতে পারোনি।”

গায়িকা আরও বলেন, “অন্য আরও এক সঙ্গীত পরিচালক আমাকে বলেছিল, ‘এই ধরনের কন্ঠ কাজ করে না, তোমার কণ্ঠ খুব ভারি। অভিনেত্রীর গলায় পুরুষের কণ্ঠস্বর মনে হবে।”

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন