সুদীপার হাতের ছোঁয়ায় চিরসবুজ নায়ক প্রসেনজিৎ

স্টার জলসা এ্যাওয়ার্ডসে মঞ্চে মাতাবেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।শুরু হতে যাচ্ছে স্টার জলসা এ্যাওয়াডর্স শো।
তার ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন সেখানে তিনি শিরোনাম লিখেছেন, ‘ ধন্যবাদ এতো সুন্দর পোশাকটির জন্য। সেই সাথে যিনি পোশাকটি উপহার দিয়েছিলেন তাকেও ধন্যবাদ’।
ছবিতে তাকে দেখা যাচ্ছে ধূতি-পান্জাবী পরা আয়নার সামনে দাঁড়ানো অবস্থায়। এই চমৎকার দুটি ছবি শেয়ার করে তার ভক্তদের প্রশংসা জিতে নিলেন। অসংখ্য মন্তব্য জমা হতে লাগলো।
খুব শীঘ্রই অনুষ্ঠানটি সম্প্রচার করা হবে টেলিভিশনের পর্দায়। আর এই সাজে দেখা যাবে অভিনেতা প্রসেনজিৎ বাবুকে ।
কলকাতা অনলাইনের প্রতিবেদনে মাধ্যমে জানা যায়, পোশাকটি সৌজন্যে রয়েছে জি-বাংলা রান্নাঘরের কর্ত্রী সুদীপ্তার অবদান, তিনি পছন্দ করে নিজে হাতে তৈরি করে দিলেন তসরের পাঞ্জাবি মটকার কালো ধূতি। সুদীপ্তা আরও বলেন, জুতা পাঠাতে ভুলে গিয়েছি এটাই আমার আফসোস। পরবর্তীতে আবার মানানসই জুতাসহ নিশ্চিই পাঠাবো।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন