কিছুদিন আগে একের এক ছবি থেকে বাদ পড়ে যান তরুণ প্রজন্মের অভিনেতা কার্তিক আরিয়ান। অনেকের ধারণা ছিল এই তারকার অবস্থা সুশান্ত সিং রাজপুতের মতই হতে যাচ্ছে। কেননা, সুশান্ত একাধিক বিগ বাজেটের ছবিতে প্রস্তাব পাওয়ার পরও শেষ পর্যন্ত তাকে সেসব ছবি থেকে সরে আসতে হয়েছে। করণ জোহরের ‘দোস্তানা টু’ থেকে আগেই বাদ পড়েছিলেন কার্তিক। এরপর শাহরুখ খানের প্রযোজনায় রেড চিলিজ-এর আসন্ন ছবি ‘ফ্রেডি’ থেকেও বাদ পরে যান তিনি।
তবে কার্তিক দিলেন নতুন এক খবর, বিখ্যাত প্রযোজক সাজিদ নাদিওয়াদওয়ালার প্রযোজনায় ‘সত্যনারায়ণ কি কথা’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কার্তিককে।
২৩ জুন ইনস্টাগ্রামে কার্তিক আসন্ন সিনেমা ‘সত্যনারায়ণ কি কথা’র টিজার আপলোড করে নিজেই জানিয়েছেন এই খবর। সঙ্গে শিরোনামে যুক্ত করেছেন, এই গল্প তার মনকে ছুঁয়ে গেছে। নতুন ছবি আসার সংবাদে ভক্তরা তাকে অভিনন্দন জানিয়েছেন। ছবিটি মুক্তি পাবে ২০২২ সালে। কার্তিক ছাড়া এই ছবিতে আর কে কে অভিনয় করবেন তা এখনো জানা যায়নি।