মহামারি এই করোনার সময় সুখবর দিলেন অভিনেত্রী সুস্মিতা সেন। সবাই নিশ্চয়ই ভাবছেন মিস ইউনির্ভাস জয়ী এবার নিশ্চিই বিয়ের পিরিতে বসছেন! তবে বিষয়টি বিয়ে সংক্রান্ত হলেও এখনও বিয়ে করছেন না এই অভিনেত্রী। তবে সুখবর হলো তিনি ফুপু হতে চলছেন। তাদের পরিবারে আসতে চলেছে নতুন এক সদস্য।
সম্প্রতি সুস্মিতা সেনের ভাই রাজিব সেন ইনস্টাগ্রামে এই সুখবরটি ভাগ করে নিলেন সবার মাঝে। পোস্টের মাধ্যমে রাজিব জানিয়েছেন, তার স্ত্রী চারু আসোপা সন্তানসম্ভবা। ২১ মে স্ত্রীর সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে শিরোনামে লিখেছেন, ‘জীবনে আনন্দ আসছে।’ সাথে যুক্ত করে দিয়েছেন হ্যাশট্যাগ উইআরথ্রী। এই খবরটিতে খুশি হয়েছেন সকলেই।
২০১৯ সালে আসোপ ও রাজিব বিবাহ বন্ধনে আবদ্ধ হোন। তবে বেশ কিছুদিন আগে রটেছিল তাদের পারিবারিক কলহের কারণে তারা আলাদা হচ্ছেন। তবে এখন সবই স্পষ্ট অতীতের সমস্ত খারাপ কিছু পেছনে ফেলে তারা নতুন জীবন শুরু করেছেন। সেই শুভ সূচনার ইঙ্গিত তাদের জীবনে নতুন সদস্যের আগমন।