২৫ মে সৃজিত পত্নী রাফিয়াথ রশিদ মিথিলার জন্মদিন। তবে এ জন্মদিনে কাছে নেই এই জুটি। একজন বাংলাদেশে অপর জন কলকাতায়। সীমানার এপার-ওপারে এ জুটি পালন করলেন তাদের সুন্দর একটি মুহূর্ত। করোনা মহামারির কারণে অনির্দিষ্টকালের জন্য ভারতের সাথে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে। দু-দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে সৃজিত-মিথিলা একসাথে উদযাপন করলেন মিথিলার জন্মদিন।
সম্প্রতি পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ফেসবুকে জন্মদিনের শুভেচ্ছা পাঠালেন স্ত্রী মিথিলাকে। পরিবারের ৩ সদস্য মিথিলা, মেয়ে আয়রা ও সৃজিত মুখোপাধ্যায় তিনটি স্থান থেকে ভিডিও কলের মাধ্যমে একে অপরের সঙ্গে কথা বলেছেন। তবে ছবিটি মিথিলার দিক থেকেই তোলা হয়েছে। জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি পরিচালক জনপ্রিয় এক ব্যক্তির কথা উল্লেখ করেছিলেন। যার জন্মদিন এবং মিথিলার জন্মদিন একদিন আগে-পিছে।
প্রসঙ্গত ধারণা করা যায়, আমেরিকান তারকা বব ডিলানের কথা বলছেন। কেননা বব ডিলানের জন্মদিন ছিল ২৪ মে এবং মিথিলার জন্মদিন ২৫ মে। সেই সাথে পরিচালক মিথিলার ৩৭-এও চির যৌবন কামনা করলেন।