বর্তমানে বরুণ ধাওয়ান ও অভিনেত্রী কৃতি সানন অরুণাপ্রাচল প্রদেশে আসন্ন ছবি ‘ভেড়িয়া’ এর শুটিংয়ের কাজে ব্যস্ত আছেন। ইনস্টাগ্রামে শেয়ার কৃত ছবির মাধ্যমে জানা যায় সদ্য বিয়ে হওয়া বরুণ তার স্ত্রী নাতাশাকে সাথে নিয়েই গেছেন। অরুণাপ্রাচল একটি পাহাড়ি এলাকা আর এই তারকারা বর্তমানে পাহাড়েই রয়েছেন। স্থানীয় ব্যক্তিদের সাথে প্রায়ই ছবি শেয়ার করতে দেখা যায় এই দম্পতিদের।
সম্প্রতি জনসংযোগ দফতরের টুইট প্রোফাইল থেকে বরুণ ও নাতাশার একটি ছবি পোস্ট করা হয়েছে যা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করে দিয়েছে। শুধু ভ্রমণে ব্যস্ত ছিলেন না এই দম্পতি তারা অসহায় দূর্গতদের দিকে সাহায্যের হাতও বাড়িয়ে দিয়েছিলেন।
দিপ্রো জিরো টুইটার থেকে শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, বরুণ ও নাতাশার পরনে পাহাড়ি পোশাক। গলায় উত্তরীয় এবং হাতে উপহার।
এ জুটি সে রাজ্যের তিরাপ জেলার লংলিয়াঙের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য যে সাহায্যকারী তহবিল তৈরি হয়েছে, সেখানে এই দম্পতি ১ লক্ষ রুপী সহায়তা দিয়েছেন। পেজটির শিরোনামে এই বিষয়গুলো উল্লেখ করা ছিল।