গত ২৬ নভেম্বর মুক্তি পেয়েছে নবাগত আয়ুশ শর্মার সঙ্গে বলিউড তারকা সালমান খান অভিনীত চলচ্চিত্র ‘অন্তিম : দ্য ফাইনাল ট্রুথ’। ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে দিয়েছে চলচ্চিত্রটি, মুক্তির ৭ দিনে ভারতীয় বক্স অফিসে প্রায় ৩০ কোটি রুপি আয় করেছে। এবার প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ চলচ্চিত্রের জন্য প্রস্তুতি নিচ্ছেন সালমান। ২০২২ সালের জানুয়ারিতে চলচ্চিত্রটির শুটিং শুরু হবে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, করোনা মহামারির আগে সালমান ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ চলচ্চিত্রের জন্য ১৫০ কোটি রুপিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন। তবে শিডিউলের সিদ্ধান্ত চূড়ান্ত করার সময় প্রযোজক সাজিদ তাকে পারিশ্রমিক কমানোর জন্য বিশেষভাবে অনুরোধ করেন। কারণ দেখান, এখন চলচ্চিত্রের বাজার তেমন ভালো নয়। এই প্রস্তাবে রাজি হয়েছেন সালমান, প্রযোজক বন্ধুকে প্রায় ১৫ শতাংশ ডিসকাউন্ট দিয়ে ১২৫ কোটি রুপিতেই চলচ্চিত্রে অভিনয় করতে রাজি হয়েছেন তিনি। তবে চলচ্চিত্রটির সঙ্গে সালমানের প্রযোজনা সংস্থা এসকেএফ (সালমান খান ফিল্মস) জড়িত থাকায় চলচ্চিত্রটি মুক্তির পর লভ্যাংশও পাবেন তিনি।