‘রাধে, ইউর মোস্ট ওয়ান্টেড ভাই’ মুক্তি পাওয়ার আগে সুপারস্টার সালমান খান সবাইকে অনুরোধ করেছিলেন কেউ যেন পাইরেসির মাধ্যমে সিনেমাটি না দেখেন। অভিনেতার এই চাওয়া পূরণ হয়নি। আর পূরণ যে হয়নি তা নিজেই টুইট করে জানিয়েছে তিনি।
গত ১৬ মে সালমান লিখেছেন, ‘আমরা আপনাদের মাত্র ২৪৯ টাকায় ”রাধে” দেখার সুযোগ করে দিয়েছিলাম, যা সবার সাধ্যের মধ্যেই ছিল। তা সত্ত্বেও কিছু পাইরেটেড সাইটে বেআইনিভাবে রাধে দেখানো হচ্ছে, যা গুরুতর অপরাধ। সাইবার সেল এসব সাইটের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে। আপনারাও দয়া করে এইসব সাইট থেকে ”রাধে” দেখবেন না। তাহলে আপনাদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেবে সাইবার সেল। দয়া করে বুঝুন, আপনারাও আইনি ঝামেলায় জড়িয়ে পড়বেন এভাবে।’
যদিও অভিনেতার এমন হুমকি ভালোভাবে নেয়নি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা। সালমানকে নিয়ে হাসাহাসি হচ্ছে। একজন মন্তব্য করেছেন, ‘সরি ভাই, আমি আপনার সিনেমা পাইরেটেড ওয়েবসাইট থেকে দেখেছি। কিন্তু বিশ্বাস করুন আমি এটা ডাউনলোড করিনি, আমার ড্রাইভার এই অপরাধ করেছে। আপনার থেকে এটা ভালো আর কে বুঝবে। দয়া করে সাইবার সেলকে আমার কাছে পাঠাবেন না।’
ওটিটি প্লাটফর্মে ১৩ মে মুক্তি পেয়েছে সিনেমাটি। সালমান খান ছাড়াও এই সিনেমায় অভিনয় করছেন দিশা পাটানি, জ্যাকি শ্রফ প্রমুখ।