সিনেমার রিভিউ দিয়ে বরাবরই আলোচনায় থাকেন কামাল রশিদ খান। সাম্প্রতিক সময়ে এই সমালোচকের সাথে হাড্ডাহাড্ডি লড়াই চলছে বলিউড অভিনেতা সালমান খানের। সালমানের নাম না উল্লেখ করে একাধিক টুইট করে যাচ্ছেন রশিদ খান। এমনকি ক্যারিয়ার ধ্বংস করে দিবেন এমনও হুমকি দিয়েছেন এই সমালোচক। একটি টুইটে কেআরকে জানালেন সালমানের বিরুদ্ধে এই লড়াইয়ে তাকে সাপোর্ট করে যাচ্ছেন গোবিন্দ!সম্প্রতি নতুন টুইটে রশিদ খান লিখেছেন, ‘আপনার সমর্থন ও ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ গোবিন্দা ভাই। আমি আপনাকে নিরাশ করবো না!’ তবে গোবিন্দার তরফ থেকে এ টুইটের পাল্টা কোন জবাব আসেনি।
তবে কি সালমানের বিরুদ্ধে কেআরকের পাশে দাঁড়ালেন গোবিন্দা!