করোনার এই মহামারীর সময়ে বারবার সমালোচনার শিকার হয়েছেন বলিউডের সুপারস্টার অমিতাভ বচ্চন। কিছুদিন আগে বাধ্য হয়েই কোথায় কতটুকু আর্থিক সাহায্য করেছেন সেটা প্রকাশ করেছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে। কিন্তু তাকে নিয়ে সমালোচনা থামছেই না।
এবার মুম্বাইয়ের আন্ধেরিতে ডুপ্লেক্স বাড়ি কেনা নিয়ে আবারো আলোচনায় উঠে এসেছেন বিগ বি। বাংলাদেশ ও ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের তথ্যমতে, তার কেনা ডুপ্লেক্স বাড়িটির দাম ৩১ কোটি রুপি বা ৩৬ কোটি ২৪ লাখ টাকা। বাড়িটির সাথে তিনি পেয়েছেন ৬টি কার পার্কিং ব্যবস্থা। তার এই নতুন আবাসন ৫১৮৪ বর্গফুটের। মুম্বাইয়ের আন্ধেরির আটলান্টিস প্রকল্পের ২৭ ও ২৮ তলা নিয়ে নির্মিত এই বাড়িটি অমিতাভ বচ্চন কিনেছেন টিয়র টু বিল্ডার ক্রিস্টাল গ্রুপের কাছ থেকে। গত বছর ডিসেম্বরে কিনলেও এই সম্পত্তির নিবন্ধন করেছেন এ বছরের এপ্রিলে। নিবন্ধন ব্যয় বাবদ তার পকেট থেকে আরও ৬২ লাখ রুপি খরচ হয়েছে।
এই একই প্রকল্পে ১৬ কোটি রুপি দিয়ে একটি ফ্ল্যাট কিনেছেন সানি লিওন। এছাড়াও ২৫ কোটি ৩০ লাখ রুপি দিয়ে একটি ফ্ল্যাট কিনেছেন পরিচালক আনন্দ এল রাই। একই প্রকল্পে আবাসন কিনে প্রতিবেশী হতে চলছেন এই তিন তারকা।