সাত পাঁকে বাঁধা পরলেন সুগন্ধা-সংকেত

নতুন জীবনে পদার্পণ করলে টেলিভিশন পর্দার জনপ্রিয় দুই মুখ সুগন্ধা ও সংকেত। সোমবার পান্জাবের জলন্ধরে সাত পাঁকে বাঁধা পরলেন এই দুই কমেডিয়ান। কপিল শর্মা শো’র সুবাদে আলোচনায় উঠে আসেন এই জুটি।

করোনার প্রকোপের কারণে দুই পরিবারের সদস্য ও গোটা কয়েক বন্ধুকে নিয়ে সম্পন্ন হয়েছে বিয়ের কাজ। জানা গেছে, বিয়েতে বসার আগেই এই জুটি করোনা টেস্ট করিয়েছিলেন। বিয়ের দিন ভিন্ন এক লুকে দেখা যায় সুগন্ধাকে। হালকা সাজে ও হলুদ-গোলাপী লেহেঙ্গায় সেজে উঠেছিলেন এই অভিনেত্রী। কনের সাজের সাথে মিল রেখে সাদা-হলুদ পোশাকে সেজেছিলেন সংকেত।

প্রযোজক প্রীতি সিমনসও উপস্থিত ছিলেন এই বিয়েতে। ইন্সটাগ্রাম স্টোরিতে শেয়ার করেছিলেন নবদম্পতির ছবি।

২০১৬ সালে প্রেমের সম্পর্কে আবদ্ধ হন তারা। মেহেদী সন্ধ্যায় দু’হাতে সংকেতের নামে মেহেদী দিয়ে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছিলেন সুগন্ধা। ২০০৮ সালে গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেন্জের মাধ্যমে কমেডির দুনিয়ায় পা রেখেছিলেন সুগন্ধা।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন