সাইফকে ‘হট’ বললেন কারিনা

সম্প্রতি প্রকাশিত হয়েছে সাইফ আলি খানের নতুন সিনেমা ‘বিক্রম বেদা’র লুক। সেই লুক দেখেই স্বামীর প্রেমে ফের পাগল হলেন করিনা কাপুর খান।

সাইফের পুলিশ অফিসার লুকের প্রশংসা করেছেন অনেকেই। কিন্তু কারিনা বললেন বেশি বেশি। নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘পুলিশ অফিসার বিক্রমের লুকে সাইফকে সবচেয়ে বেশি হট লাগছে। সিনেমা মুক্তির জন্য অপেক্ষা করতে পারছি না।’ সঙ্গে একটি হার্ট ইমোজি।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস-এর সূত্রে জানা গেছে, ২০১৭ সালে মুক্তি পাওয়া তামিল সিনেমা ‘বিক্রম বেদা’র অফিশিয়াল হিন্দি রিমেক এটি। তামিল সিনেমা যিনি বানিয়েছিলেন সেই পরিচালক-লেখক পুষ্কর আর গায়িত্রীই রয়েছেন এই সিনেমার পরিচালনার দায়িত্বে।

তামিল সিনেমায় পুলিশ অফিসার বিক্রমের চরিত্রে অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেতা আর মাধবন। হিন্দি রিমেকে বিক্রম হিসেবে সাইফ, সঙ্গে গ্যাংস্টার বেদার চরিত্রে অভিনয় করছেন হৃতিক রোশন। রাধিকা আপ্তে আর রোহিত শ্রফও থাকছেন এই সিনেমায়। সিনেমাটি চলতি বছরের সেপ্টেম্বরে মুক্তি পাবে।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন